বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে মানসিক প্রতিবন্ধিকে হত্যা করে বিলে ফেলল দুবৃর্ত্তরা !

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০১৮
news-image

কামাল হোসেন জনিঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আব্দুল মোনাফ (৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরের কয়েকটি চিহৃ দেখে পুলিশ এ মৃত্যুটিকে হত্যাকান্ড হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের খাজুড়িয়া বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোনাফ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নেতোরা গ্রামের মৃত. আব্দুল হালিমের ছেলে।

নিহতের বোন রোকেয়া বেগম জানান, আমার ভাই বিগত ২ বছর ধরে মানসিক প্রতিবন্ধি। তিনদিন আগে আমার ভাই আমার বাড়িতে (নাঙ্গলকোটের মোকাম ইউনিয়ন) আসে । আমার বাড়িতে এসে কিছুক্ষণ বসে চলে যায়। পরে আজ পার্শ্ববর্তী ইউনিয়নের বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হয় না। তার জিহ্বা বের হয়ে আছে। গলায় দাগ রয়েছে। হয়তো তাকে শ্বাসরোধে হত্যা করে বিলে ফেলা হয়েছে। এটি হত্যাকান্ড। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন