চৌদ্দগ্রামে চাঁদা না দেয়ায় প্রবাসীর বসতঘরে আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা
কুমিল্লার চৌদ্দগ্রামে দাবিকৃত চাঁদা না দেয়ায় দুবাই প্রবাসীর বসতঘর আগুন লাগিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। পৌর এলাকার সোনাকাটি গ্রামে সোমবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের দুবাই প্রবাসী মনির হোসেনের স্ত্রী নাসরিন পারভীন জুথীকে একই বাড়ির আবদুল খালেকের ছেলে বোরহান উদ্দিন নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছে। গত ২১ অক্টোবর রাতে বোরহান উদ্দিন তাঁর ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার থেকে জুথীর নাম্বারে কল দিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।
পরবর্তীতে বোরহান জুথীকে বলে, অনেক টাকা দিয়ে ঘর দিতেছেন সেখান থেকে কিছু টাকা দিতে হবে। যদি টাকা না দেন তাহলে আপনার ভিডিও এবং আপনার মেয়েকেও ব্লাক মেইল করে ভিডিও ভাইরাল করে দিবো। বিষয়টি জুথী তাঁর শশুড় ও শাশুড়িসহ সকলকে অবহিত করলে তাঁরা বোরহানকে জানালে ৩০ অক্টোবর সকালে উত্তেজিত হয়ে লাঠি সোঠা নিয়ে ক্ষীপ্ত হয়ে উঠে।
এ সময় অশ্লীল ভাষায় গালমন্দ করে জুথীর গলার রগ টেনে ছিঁড়ে ফেলবে এবং কিভাবে টাকা হাতিয়ে নিবে সেটা তার জানা আছে বলেও হুমকি দেয়। এ ঘটনায় জুথী বাদি হয়ে বোরহান উদ্দিনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এতে ক্ষীপ্ত হয়ে সোমবার গভীর রাতে বোরহান উদ্দিনের নেতৃত্বে কয়েকজন পেট্রোল ঢেলে পুরাতন বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
দুবাই প্রবাসী মনির হোসেনের ভাই মাহবুবুল হক অভিযোগ করে বলেন, ‘রাত আড়াইটায় বোরহান দরজায় লাথি মেরে বলে, আগুন লেগেছে। আতঙ্ক সৃষ্টির জন্য সে আগুন লাগিয়ে আবার নেভাতে এসেছে’।
এ বিষয়ে বোরহান উদ্দিনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত দুটো নাম্বারে যোগাযোগ করলেও বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি। তবে নাম প্রকাশ না শর্তে তাঁর এক আত্মীয় বলেন, ‘দুবাই প্রবাসী মনির হোসেনের ঘরে আগুন দেখে প্রথমে বোরহানই আগুন নেভাতে যায়। কুচক্রী মহলের ইন্ধনে তারা বোরহানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সামছুল আরেফীন বলেন, ‘খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।











