রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে পৌর বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৭, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচীর আলোকে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর বিএনপি’র আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী। মতবিনিময় ও সদস্য সংগ্রহ সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক অলি আহমেদ মেম্বার, আবুল খায়ের চেয়ারম্যান, মো ঃ মফিজুর রহমান, কাজী জসিমউদ্দিন, সদস্য আজাদ পাটোয়ারী, অহিদ উল্লাহ ভূঁইয়া, কাজী রাকিবুল আহছান মোহব্বত, উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক, সদস্য ডা: হানিফ, কাজী আলমগীর নেওয়াজ, খালেদ সাইফুল্লাহ সবুজ, মোস্তফা কামাল অভি, বদিউল আলম নোমান খাঁ, বাবুল মিয়া, আব্দুল মতিন, ইয়াছিন পাটোয়ারী, বেলাল উদ্দিন, আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, শাহাবউদ্দিন। মতবিনিময় সভায় বর্ষিয়ান বিএনপি নেতা পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক অলি আহমেদ মেম্বারের সদস্য পদ নবায়নের মাধ্যমে কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
উপস্থিত যুগ্ন আহবায়ক ও সদস্যদের সম্মতির ভিত্তিতে পৌরসভার ৩, ৪ ও ৮নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়। ৩নং ওয়ার্ডের কাজী আলমগীর নেওয়াজকে আহবায়ক ও বদিউল আলম নোমান, বেলাল হোসেন, গাজী আবুল কালাম, মাসুদ রানা সুজন, মাহবুবুল হক, কাজী শামছুল হক, সফিকুর রহমান খাঁ, শাহাবউদ্দিন, নাছিরউদ্দিনকে যুগ্ন আহবায়ক এবং জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নাছিমুল হককে ১নং সদস্য করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। ৪নং ওয়ার্ডে আবুল খায়ের (সাবেক চেয়ারম্যান) আহবায়ক, ডা: হানিফ (সাবেক কমিশনার), মো ঃ গিয়াসউদ্দিন, মুন্সী জামাল উদ্দিন, আবদুল মান্নান, আব্দুল মতিন, জাকির হোসেন, খোকন মিয়া, মো ঃ ইয়াছিন, শাহজালাল বড় মিয়া, মোস্তফা কামাল অভি, মো ঃ আলমগীর হোসেনকে যুগ্ন আহবায়ক এবং পৌর বিএনপি’র আহবায়ক আবু তাহের পলাশীকে ১নং সদস্য করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। ৮নং ওয়ার্ডে কাজী জসিম উদ্দিনকে আহবায়ক, কাজী আব্দুল করিম, সাংবাদিক আব্দুল মান্নান, রুহুল আমিন, কাজী শাহ আলম, কাজী আফজাল হোসেন সবুজ, মো ঃ আব্দুল গফুর, মো ঃ সোহেল, মো ঃ বাবুল মিয়াকে যুগ্ন আহবায়ক করে এবং উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারী অলি আহমেদ মেম্বারকে ১নং সদস্য করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া পৌরসভার অন্যান্য ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে আগামী এক মাসের মধ্যে পৌরসভার অন্য সকল ওয়ার্ড কমিটি গঠন করে পৌর বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আর পড়তে পারেন