শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়ির তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২১, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর ঘর থেকে ২ভরি স্বর্ণালংকার, নগদ ১লক্ষ টাকা, বিভিন্ন দেশী বিদেশী প্রসাধনী, মালামালসহ অন্তত পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরচক্র।

গত বুধবার দিবাগত রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি পাটোয়ারী বাড়ির ডুবাই প্রবাসী
আবদুল আহাদ সোহেল পাটোয়ারীর নতুন ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় সাধারন ডায়েরীর প্রতিক  চলছে বলে জানিয়েছেন সোহেল পাটোয়ারীর স্ত্রী ফাতেমা বেগম।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আহাদ পাটোয়ারীর ডুপ্লেক্স বাড়ির একাংশের কাজ শেষ করে দেশের এবং বিদেশের বিভিন্ন ফার্ণিসার এনে ঘর সজ্জিত করেছেন।

কিছুদিন আগে স্ত্রী ফাতেমা বেগম দেশে এসে পরিবার নিয়ে বসবাস করা। ঘটনার কয়েকদিন আগে ফাতেমা বেগম পিতার বাড়িতে বেড়াতে যায়।

এই সুযোগে বুধবার দিবাগত গভীর রাতে চোরচক্র টিনের বাউন্ডারী কেটে ভবনের দ্বিতীয় তলায় দরজার এবং গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ঘরের ভিতরে থাকা কয়েকটি আলমিরা ভেঙ্গে আলমিরায় থাকা ১টি সোনার হার, কানের দুলসহ ২ভরি স্বর্ণ, নগদ ১লক্ষাধিক টাকা, এলইডি ভিটি, টেবিল ফ্যান, ইলেকট্রিক
বিভিন্ন সরঞ্জামসহ প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে এসে আলমিরাগুলোর গøাস, দরজা ভাঙ্গা ঘরের মেঝেতে
পড়ে থাকতে দেখেন। এসময় ফাতেমা বেগম জানান, চোরচক্র যাওয়ার সময় আলমিরাতে থাকা তাহার পুরো ঘরের সকল চাবিগুলো নিয়ে যায়।

আর পড়তে পারেন