শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে বিএনপি নেতা আরিফুর রহমানের শোকসভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৭, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা দ. জেলা বিএনপি’র সদস্য ও প্রবীণ রাজনৈতিক নেতা আরিফুর রহমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দ. জেলা বিএনপি’র সহ-সভাপতি কাজী নাছিমুল হক বলেন, আরিফুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র একটি সম্পদের নাম। বর্ণাঢ্য এই রাজনৈতিক ব্যাক্তিত্বের হাত ধরে অনেক নেতা-কর্মীর সৃষ্টি হয়েছে। সে একাধারে রাজনৈতিক ব্যাক্তিত্বের পাশাপাশি সমগ্র উপজেলায় দল-মত নির্বিশেষে সামাজিক ব্যাক্তিত্ব হিসেবেও সমাদৃত ছিলেন। তাকে হারিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র অপুরনীয় ক্ষতি সাধিত হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন (আমিন)। চৌদ্দগ্রাম বাজারের ফ্রেন্ডস ক্যাফে এন্ড নিউ ভোজন বিলাস কমিউনিটি সেন্টারে¡ পৌর বিএনপি’র উদ্যোগে আয়োজিত শোকসভয়া সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী। পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী জসিমের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরণ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক বি রহমান, উপজেলা বিএনপি নেতা অহিদ উল্লাহ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন ফিরোজ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অলি আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি একে আজাদ পাটোয়ারী, রফিক চৌধুরী, রুহুল আমিন, খন্দকার মীর হোসেন, একেএম শাহ আলম, সাবেক যুবদল নেতা ও মরহুমের ভাই আবদুল কাইয়ুম, ঢাকাস্থ বিএনপি নেতা তুহিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হক, যুবদল নেতা নোমান, পৌর যুবদলের সভাপতি মোস্তফা অভি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হামিদ উদ্দিন মজুমদার সুমন, সেক্রেটারী গাজী কবির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর, ছাত্রদল নেতা সোহাগ, পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন