রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মাদকসেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে খুন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আবদুল মালেক (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার শুভপুর ইউনিয়নের উনকুট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মালেক উপজেলার উনকুট উত্তর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে মাদক সেবনের উদ্দেশ্যে প্রবাসী কবির আহম্মেদের ছেলে বাহার নিহত আবদুল মালেকের দোকানের পেছনে যান। বিষয়টি টের পেয়ে আবদুল মালেক তাকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করার সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাহার তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এসময় ব্যবসায়ীরা বাজারের এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা আবদুল মালেককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসাইল অপু বলেন, কিছুদিন আগে মাদক সেবনে বাধা দেন আবদুল মালেক। বুধবার দোকান বন্ধ করার সময় চিহ্নিত মাদকাসক্ত বাহার ছুড়ি দিয়ে তাকে আকস্মিকভাবে আঘাত করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ হাসপাতাল থেকে রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত বাহারকে আটক করেছে পুলিশ।

আর পড়তে পারেন