রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র প্রয়াত শেখ কামালের জন্মবার্ষিকী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়েছে।

৫ই আগষ্ট শনিবার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে এ উপলক্ষ্যে
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের কো-অর্ডিনেটর, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্য, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব খলিলুর রহমান বিএসসির পরিচালনায় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম।

এসময় স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর আয়োজনে গত ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরের আগষ্ট মাসে ৪টি পোগ্রাম পরিচালিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় ৫ই আগষ্ট শেষ কামালের জন্মবার্ষিকী পালন করেছে এলাকাবাসী। আগামী ৮ই আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মবার্ষিকী, ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা
দিবসে আলোচনা সভা, দোয়া, কুরআন খতম, এতিমদের খাবার বিতরণেরমাধ্যমে পালিত হবে বলে জানিয়েছেন বজলুর রশিদ বুলু।

আর পড়তে পারেন