শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, সহকারী কমিশনার ভূমি দীপন দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জেলা আ’লীগের সদস্য কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী এএসএম শাহীন মজুমদার, কৃষকলীগের সেক্রেটারী জসিম উদ্দিন সর্দার, ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

এদিকে কনকাপৈত ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. জাফর ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্যাহ।

আর পড়তে পারেন