শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে রোহিঙ্গা মা-ছেলে আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে রোহিঙ্গা এক মা ও তার ছেলেকে আটক করেছে কুমিল্লা বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) । পরে তাদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বিকেলে শিবের বাজার বিজিবির নায়েক মোঃ সামছুল হক একটি জিডির মাধ্যমে রোহিঙ্গা মা ও ছেলেকে থানায় হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, বার্মার আইকাপ জেলার মন্ডু থানার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম (২৫) ও ছেলে মোঃ রবি (৮)।

বিজিবি সূত্র জানান, সকাল ১০ টায় তাদেরকে সীমান্ত থেকে আটক করা হয়।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল জানান, তারা থানায় রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।

আর পড়তে পারেন