মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে র‌্যাব-পুলিশের উপর হামলার মামলার ৫ আসামি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০১৭
news-image

 

মোঃ বেলাল হোসাইনঃ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা ঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মাদক উদ্ধার অভিযানে র‌্যাব-পুলিশের উপর হামলা মামলার ঘটনায় দায়ের করা মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১০ মে) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের (আদর্শ গ্রাম) হাবিবুর রহমানের পুত্র ইয়াছিন(২৬), মমতাজ মিয়ার ছেলে রুবেল(২৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল উদ্দিন(৩৭), মৃত. মতু মিয়ার ছেলে কামাল মিয়া(৩২) এবং একই গ্রামের জুয়েল(৩৬)।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, বিগত ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে র‌্যাব ও পুলিশের পৃথক টিম বাবুর্চি গ্রামে মাদক উদ্ধারের জন্য গেলে চোরাকারবারিরা একত্রিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে থানার সহ উপ-পরিদর্শক হাসানসহ কয়েকজন আহত হন। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীররাতে তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।