শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জঙ্গি গোষ্ঠী ‘হাক্কানি নেটওয়ার্কের’প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হক্কানির মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৪, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

আফগানিস্তানের অন্যতম প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠী হক্কানি নেটওর্য়াকের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হক্কানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে আফগান তালেবান।

তবে তার মৃত্যুর স্থান কিংবা দিনক্ষণ উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

আফগানিস্তানে একজন প্রভাবশালী যোদ্ধা ছিলেন হক্কানি। আফগান তালেবান ও আল-কায়েদার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল।

১৯৭০ সালে তিনি হক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আগ্রাসন চালালে গুরুত্বপূর্ণ লড়াই করে হক্কানি নেটওয়ার্ক।

ওই সময় আমেরিকা স্বীকার করে যে, জালালউদ্দিন হক্কানি তাদের জন্য মূল্যবান সম্পদ ছিল। এরপর তালেবান ক্ষমতায় আসলে তাদের সঙ্গে হাত মেলান জালালউদ্দিন হক্কানি।

কিন্তু ২০০১ সালে আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালালে তার বিরুদ্ধে সোচ্চার হয় হক্কানির প্রতিষ্ঠিত সংগঠন। আজ পর্যন্ত মার্কিন নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই অব্যাহত রেখেছে হক্কানি নেটওয়ার্ক।

এর আগেও জালালউদ্দিন হক্কানি মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু সেটা নিশ্চিত করতে পারেনি কেউ।

বিবিসি বলছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন হক্কানি। ২০০১ সাল থেকে তার ছেলে সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন বলে মনে করা হয়।

আলজাজিরা বলছে, তালেবানের বিবৃতিতে জালালউদ্দিন হক্কানিকে ‘অনুকরণীয় যোদ্ধা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হক্কানি শারীরিকভাবে বিদায় নিলেও তার আদর্শ ও পদ্ধতি তার অনুসারীদের মধ্যে জীবন্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

আর পড়তে পারেন