সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে ফ্রেন্ডস অফ কুমিল্লার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২০, ২০২২
news-image
স্টাফ রিপোর্টার:
জমকালো আয়োজনে খুব সুন্দর পরিপাটি শৃঙ্খলার মধ্যে দিয়ে Friends Of Comilla S.S.C 2001 গ্রুপের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে শেষ হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর এক রেস্টুরেন্টে এ জমকালো আয়োজন চলে।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই  মিলনমেলায় এ গ্রুপের প্রায় ২৫০ বন্ধু অংশগ্রহণ করে।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আজিজ সিহানুক,  ডা: জিহাদুর ইসলাম রিয়াজ,  গ্রুপ এডমিন ইবনে সিনা, মডারেটর  বি এম ফয়সল,  চান্দিনার ছাত্রনেতা শাখাওয়াত হোসেন, ফাহিম উজ জামান ফাহিম,  আসাদুজ্জামান রাজীব,  এডমিন জি এম সামদানি সুমন, সুরভী রাজু,  জাহানারা লাকি, আরশাদুল হক, সাংবাদিক ফখরুল ইসলাম সাগর, সুলতানা মাহমুদা রশীদ তানিয়া, মোশাররফ রাসেল, সানী, এম এ মান্নান, আশরাফুল হক,  জহিরুল ইসলাম ভূইয়া, নিগার সুলতানা, মুন্না, দেলোয়ার হোসেন সোহেল, ডা. ইকবাল হোসেন, আসমা আক্তার আখি প্রমুখ।

মিলনমেলায় নাচ, গান, খাওয়া-দাওয়া সব কিছুই ছিল। সবাই যার যার অবস্থান থেকে নিজের ভাবনা প্রকাশ করেছে। বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আয়োজনে সবচেয়ে মজার  ইভেন্টটি ছিল  “ চল ভাগী” নামের সেলফি স্ট্যান্ড। যেখানে দাড়িয়ে কেউ কেউ কারো হাত ধরে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সফলতার মুখ কেউ দেখেনি। আয়োজন শেষে সবাই যার যার আসল নীড়েই ফিরে গেছে।

এ গ্রুপের অন্যতম  এডমিন আহমেদ ইমন বলেন,  আমরা ফ্রেন্ডস অব কুমিল্লা পরিবারের পক্ষ থেকে
সকল বন্ধুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি কুমিল্লা, ঢাকা, চট্টগ্রামসহ সকল জেলার বন্ধুদের প্রতি যাদের উপস্থিতি না হলে আয়োজন সফল হতো না। ভূলক্রটি ছিল তাই ভূল গুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবি প্রচেষ্টা আমাদের সন্তুষ্টি তোদের। ব্যাচ ভিত্তিক বিভিন্ন গ্রুপের এডমিন বন্ধুদের প্রতি বিশেষ ধন্যবাদ যারা প্রোগ্রামে যোগ দিয়ে আয়োজন আরো সুন্দর করছিস বিশেষ ধন্যবাদ ক্লাসরুমের এডমিন রকস্টার ডা. রাফায়েল মোরসালিনকে অত্যন্ত সুন্দর পারফরম্যান্স করে আলদাভাবে সকল বন্ধুদেরকে বিনোদন  দেয়ার জন্য। আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা । ইনশাআল্লাহ সামনে আরো বৃহৎ পরিসরে ব্যতিক্রমী আয়োজন হবে যদি তোরা চাস। তোদেরি ভালোবাসার – ফ্রেন্ডস অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচ ।

আর পড়তে পারেন