শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জানুয়ারির আগে শঙ্কা কাটছে না আ. লীগে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৭, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জটিলতা আপাতত সমঝোতায় মোড় নিলেও শঙ্কা কাটছে না ক্ষমতাসীন আওয়ামী লীগের। জানুয়ারি পর্যন্ত দুশ্চিন্তামুক্ত হতে পারছেন না ক্ষমতাসীন দলের নেতারা। তাদের মতে, সরকারের বিরুদ্ধে নতুন নতুন চক্রান্ত-ষড়যন্ত্রের আশঙ্কা এখনও শেষ হয়ে যায়নি। তবে, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও সরকারের রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা।

এই প্রসঙ্গে আওয়ামী লীগের একজন একজন নেতা বলেন, ‘চলতি বছরের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় হতে পারে। মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে বিএনপি এটাকে কিভাবে নেবে, জনমত কী রকম হবে? বিএনপি আন্দোলনে যাবে কিনা? এসব হিসাব-নিকাশ চলছে আওয়ামী লীগের ভেতরে।’

দশম সংসদ নির্বাচনের চার বছর পূর্ণ হবে আগামী ৫ জানুয়ারি। বিষয়টিকে কেন্দ্র করে বিএনপি নতুন কোনও আন্দোলনে নামে কিনা, চক্রান্ত করে কিনা; বিষয়গুলো আওয়ামী লীগকে ভাবাচ্ছে। এছাড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মেয়াদ পূর্ণ হচ্ছে ৩১ জানুয়ারি। এরই মধ্যে তিনি অপ্রত্যাশিত কোনও কাজ করে বা বক্তব্য দিয়ে সরকারে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন কিনা—এসব ইস্যুও আওয়ামী লীগকে ভাবাচ্ছে। ফলে বিষয়গুলো মাথায় রেখেই জানুয়ারি পর্যন্ত সতর্ক থাকতে চায় ক্ষমতাসীন দলটি।’

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জানুয়ারি পর্যন্ত বাড়তি সতর্ক থাকতে চায় দলটি। এই সময়টুকু নির্বিঘ্নে পার করতে পারলে আগামী সংসদ নির্বাচন পর্যন্ত বড় কোনও ঝামেলা পোহাতে হবে না।’ তার মতে, ‘আগামী নির্বাচনের আগে দেশি-বিদেশি ষড়যন্ত্রও শুরু হতে পারে। এ কারণে জানুয়ারি পর্যন্ত কৌশলে এগুতে চায় আওয়ামী লীগ। সর্বশেষ গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর যৌথ সভায়ও দলীয় নেতাকর্মীদের জানুয়ারি পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, জানুয়ারির মধ্যে যেন কারও বক্তব্য বা কাজের জন্য দলকে বেকায়দায় পড়তে না হয়, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে দলের দায়িত্বশীল সবাইকে এই সময় পর্যন্ত আরও সহনশীল থাকতে বলা হয়েছে।সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, ‘আগামী জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারলে ৬ বছরও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘আগামী জানুয়ারি পর্যন্ত বাড়তি সতর্ক থাকবে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের আর বেশি দেরি নেই। ফলে নানামুখী ষড়যন্ত্র ও খেলা শুরু হতে পারে। এই খেলায় দেশি-বিদেশি খেলোয়াড়রা অংশ নেবেন। তবে যেকোনও ধরনের ষড়যন্ত্র-চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিও আমাদের রয়েছে।’

দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ড. আবদুর রাজ্জাক  বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসবে, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে কাবু করার চক্রান্ত-ষড়যন্ত্র ততই বাড়বে। তবে ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করার প্রস্তুতি আওয়ামী লীগেরও আছে।’

সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘ষড়যন্ত্র-চক্রান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে। জনগণই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগকে বিপদে ফেলতে চাইলে জনগণই এগিয়ে আসবে। এই বিশ্বাস আওয়ামী লীগের রয়েছে।’ চক্রান্ত-ষড়যন্ত্র মাথা নিয়েই আওয়ামী লীগ অভীষ্ট লক্ষ্যে পৌঁছুবে বলেও আশা করলেন তিনি।

আর পড়তে পারেন