বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জেএসসি ও জেডিসি পরীক্ষার চান্দিনায় শতভাগ পাশ করেছে ৯টি প্রতিষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০১৯
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলে ৯টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশের সাফল্য অর্জন করে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নেহাশীষ দাশ ফলাফল ঘোষণা করার পর ওই তথ্য জানা যায়।

শতভাগ পাশের গৌরব অর্জনকারী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের হচ্ছে ২৭টি মাদ্রাসার মধ্যে ৬টি এবং ৩৫টি বিদ্যালয়ের মধ্যে ৩টি।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে আবেদানূর উচ্চ বিদ্যালয়, আবেদানূর বালিকা উচ্চ বিদ্যালয়, দোল্লাই নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বাতাঘাসী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বড়ইয়াকৃষ্ণপুর ফাজিল মাদ্রাসা, আবেদানূর ফাজিল মাদ্রাসা, অম্বরপুর বাইতুল জান্নাত দাখিল মাদ্রাসা, কংগাই পশ্চিমপাড়া মহিলা দাখিল মাদ্রাসা।

এ উপজেলায় ৩৫টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ৯৩২জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭টি জিপিএ-৫ সহ ৯১ শতাংশ হারে পাশ করেছে ৪ হাজার ৪৮৯জন শিক্ষার্থী। ২৭টি মাদ্রাসার ১হাজার ৫৯০জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি জিপিএ-৫ সহ ৯৪.৬৫ শতাংশ হারে পাশ করেছে ১ হাজার ৫০৫জন।

আর পড়তে পারেন