বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জেল হত্যা দিবসে কুবির বঙ্গবন্ধু পরিষদ একাংশের পুষ্পার্ঘ্য অর্পণ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩, ২০২১
news-image

 

কুবি প্রতিনিধি:

জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পর্ঘ্য অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু পরিষদের নন্দী-জুলহাস নেতৃত্বাধীন অংশ।

বুধবার (৩ নভেম্বর) শহীদ মিনারে পুষ্পর্ঘ্য অর্পন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেল হত্যা দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্র নিদের্শনা ও পরামর্শক কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানসহ বঙ্গবন্ধু পরিষদ (নন্দী-জুলহাস) একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঘাতকরা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যান্তরে নির্মম ও নৃশংসভাবে হত্যা করে জাতীয় চার নেতাকে। তারা হলেন, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান।

আর পড়তে পারেন