শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩০ কিলোমিটার যানজট

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২১, ২০১৮
news-image

সেলিম সজীবঃ
অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার এই যানজট চলছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে এ যানজটের সৃষ্টি। ধীরে ধীরে যানজটটি তীব্র আকার ধারণ করেছে।
দাউদকান্দি উপজেলার ড. মোশাররফ হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার, আরিয়ানা আক্তার ও একাদশ শ্রেণির শিক্ষার্থী হ্যাপী আক্তার বলেন, তীব্র যানজটে আটকা পড়তে হয়েছে তাদের। ১০ কিলোমিটার পথ হেঁটে কলেজ এলাকায় যেতে হয়েছে।
সকাল ১০টায় মহাসড়কের দাউদকান্দির কানড়া এলাকায় ঢাকাগামী কাভার্ড ভ্যানের চালক ইলিয়াছ মিয়া, সফিকুল ইসলাম, স্টারলাইন পরিবহনের বাসের চালক ফারুক হোসেন ও ইউনিক পরিবহনের বাসের চালক আবুল হোসেনের সঙ্গে কথা হয়। তারা তীব্র যানজটে আটকে থাকার কথা বলেন।
ইলিয়াছ মিয়া বলেন, মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদে সকাল আটটায় এসে তীব্র যানজটে আটকা পড়ে এক কিলোমিটার অতিক্রম করতে এক ঘণ্টা লাগছে।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে ও থানা-পুলিশের চেষ্টা চলছে।

আর পড়তে পারেন