শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসের করোনা রোগির চিকিৎসকের বসবাসরত গৌরিপুরের আবাসিক এলাকা লক ডাউন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাসের করোনা রোগির চিকিৎসকের গৌরিপুরের আবাসিক এলাকা লক ডাউন

কুমিল্লার তিতাসের করোনা পজিটিভ জালালকে চিকিৎসা দেয়া প্যারামেডিক্স সোহেল ও তার পরিবার ০৫ জনসহ দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন তাকওয়া আবাসিক এলাকা লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার ভোররাত ৩ টার দিকে ওই আবাসিক এলাকার ৫০টি ভবন (বাসিন্দা আনুমানিক ৬০০-৭০০ জন) পুরোপুরি লক ডাউন করা হয়।  এলাকাটির সকল প্রবেশ ও প্রস্থানপথ স্থানীয়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে সোহেলের পরিবারের সকলের নমুনা সংগ্রহ  এবং পুরো এলাকা জীবানুনাশক স্প্রে করা হবে বলে তিনি জানান।

আর পড়তে পারেন