মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে খেলার মাঠ দখলমুক্ত করতে ও শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৩, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের আমিরাবাদের ঐতিহ্যবাহী শত বছরের খেলার মাঠ দখলবাজদের হাত থেকে মুক্ত করতে এবং শহীদ মিনার ভাংচুর করে পুকুর করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার শত শত মানুষ।

শুক্রবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত হোমনা-গৌরীপুর সড়কের আমিরাবাদ খেলার মাঠ সংলগ্ন রাস্তার দু’পাশে গ্রামের কয়েক শতাধিক নারী-পুরুষ বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এতে এলাকার গন্যমান্য ব্যক্তি, সুশিল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ভূমিদস্যুদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য প্রদান করে বলেন, মহান ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত শহিদ মিনার ভেংগে এবং মহামান্য হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে “তিতাস হাউজিং প্রকল্প” নামে জাতীয় চার নেতার স্মৃতি বিজড়িত খেলার মাঠটি দখলমুক্ত করে এসব ভূমি দস্যুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহি মামলা দায়েরে সংশ্লিষ্টদের সহযোগিতা চাই। এসময় প্রতিবাদকারীরা মাঠ দখলবাজদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।

আর পড়তে পারেন