শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে জাল ভোট দেয়ার অভিযোগে ৫ জনকে জরিমানা, আটক ২

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৭, ২০১৭
news-image

 

দাউদকান্দি প্রতিনিধি ঃ
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউপি’র উপ-নির্বাচনে জালভোট ও কেন্দ্র দখলের অভিযোগে ৫ জনকে আর্থিক জরিমানা এবং ২ জনকে আটক করা হয়।
এদিকে সাড়ে ১১ টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একদল যুবক ঢুকে নৌকা মার্কা ব্যালটে সিল মারে। এ সময় পুলিশ দুইজনকে আটক করে।
এ বিষয়ে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, জালভোট দেওয়ার কারণে দুইজনকে আটক করা হয়েছে।
অপর দিকে দরিকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে ৪ স্কুল ছাত্রীকে ২০ হাজার এবং সোলাকান্দি গ্রামের সোনা মিয়ার পুত্র মোহাম্মদ আলীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এছাড়া বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একাধিক জালভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আর পড়তে পারেন