শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২১
news-image

 

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

কুমিল্লার তিতাস উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৯ চেয়ারম্যানদের মধ্যে ৮ জন শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ।

নব নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান মো সামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুরনবী,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজী মোঃ আলী আশ্রাফ ও মজিদ পুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার। গেজেট হলেও আইনি জটিলতারা কারনে কলাকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকারের শপথ গ্রহণ স্থগিত রয়েছে।

উল্লেখ্য গত ১১ নভেম্বর তিতস উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ৮ জন এবং ১ জন বিন প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮ জন ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জরিত স্বতন্ত্র প্রার্থী ১ জন।

আর পড়তে পারেন