মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ জুন)  ভোর সাড়ে ৬টার দিকে দাউদকান্দির টামটা গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রাণ হারানো ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লি চিকিৎসক ৫৫ বছর বয়সী নাছিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া অন্য আসামিরা হলেন টামটা গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব।

দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া জানান, আমির হোসেনের সঙ্গে নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সর্ম্পকে তারা মামাতো-ফুফাতো ভাই। এ হত্যার ঘটনায় নাছিরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার পরই ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করেন নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যান। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকেন নাছির। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যান নাছির। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

আর পড়তে পারেন