শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০২৪
news-image

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী-উন্নয়নমূলক সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-এর উদ্যোগে পবিত্র রমাদান উপলক্ষে ওই ইউনিয়নের প্রবীন-মুরুব্বী, আলেম-শিক্ষক-সাংবাদিক, আইনজীবী-রাজনৈতিক, স্বেচ্ছাসেবী-জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সন্মানে “সমাজ উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. নুরআলম ভূঁইয়া (আলম)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর এসএ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মো. খোরশেদ আলম টাইগার, সংগঠনের উপদেষ্টা মো. শাহিন আহাম্মেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান।

সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাসে রাফী, সদস্য হাবিবুর রহমান, মো. শরীফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সজিব তালুকদার, ওমর ফারুক প্রধান। আলোচনা শেষে দোয়া ও মুনাজাত করেন সংগঠনের উপদেস্টা আল্লামা সাইফুল ইসলাম জিহাদী।

আর পড়তে পারেন