শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দি উপজেলা ভবনের নিচ থেকে সাংবাদিক ও শিক্ষকের মোটর সাইকেল গায়েব

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৭
news-image

দাউদকান্দি প্রতিনিধি ঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ ভবনের নিচতলা থেকে এক ঘন্টার ব্যবধানে সাংবাদিক ও শিক্ষকের দু’টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছ। সোমবার বেলা পৌনে ১২ টায় এ ঘটনা ঘটে। দৈনিক ভোরের কাগজের দাউদকান্দি প্রতিনিধি ও দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী তার ব্যবহৃত ডিসকোভার ১৫০সিসির মোটর সাইকেল( চট্টমেট্টো ল-১২-৩৮৭৮) নিয়ে সকালে প্রয়োজনীয় কাজে গৌরীপুর থেকে দাউদকান্দি উপজেলা পরিষদে যান। এ সময় তিনি মটর সাইকেলটি পরিষদ ভবনের নিচে রেখে উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করে। কয়েক মিনিট পর বের হয়েই দেখেন তার মটর সাইকেলটি নেই। সাথে সাথে তিনি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন সাহেবকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সাথে সাথে দাউদকান্দি মডেল থানা ও হাইওয়ে থানাকে বিষয়টি অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বলেন। একই দিন ১ ঘন্টা পূর্বে সকাল সাড়ে ১০ টায় একইস্থান থেকে গোয়ালমারী ইউনিয়নের টিলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার সেলিমের মোটর সাইকেলটিও চুরি হয়েছে। উল্লেখ্য যে দীর্ঘদিন যাবৎ একটি চক্র দাউদকান্দির পৌর সদর ও গৌরীপুরে এ কাজটি করে যাচ্ছে।

আর পড়তে পারেন