শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘ ১৩ বছর পর রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

 

সাকিব আল হেলালঃ

দীর্ঘ ১৩ বছর পর রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনভর সুষ্ঠু সুন্দর নির্বাচন শেষে ৬ প্রার্থীর মধ্যে ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন।

তাদের মধ্যে অভিভাবক সদস্য পদে ৫৭৬ ভোট পেয়ে গোপাল নগর গ্রামের মোবারক ভূঁইয়া প্রথম হয়েছেন, ৫৭১ ভোট পেয়ে কামারখোলা গ্রামের মানিক মেম্বার দ্বিতীয় হয়েছেন, ৪৬৮ ভোট পেয়ে নবীপুর গ্রামের আব্দুল বাতেন বাকী তৃতীয় হয়েছেন, ৪৫১ ভোট পেয়ে পানিপাড়া গ্রামের মোঃ সালাউদ্দিন সেলিম চতুর্থ হয়েছেন।

শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকরা মনে করেন,”এতদিন বিদ্যালয়টি অভিভাবকহীন ছিল। দীর্ঘদিন  বিদ্যালয়ের উন্নয়ন কাজ তেমন একটা হয় নি।এবার গভর্নিং বডির নির্বাচন হয়েছে। এবার আশা করি  বিদ্যালয়ের উন্নয়ন হবে। “

আর পড়তে পারেন