বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্বল মোদী শি জিনপিংকে ভয় পান: রাহুল গান্ধী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

আবারও চীনের বাধায় নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্ত করতে পারলো না ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জইশ প্রধান নিয়ে ভোটাভুটিতে এই নিয়ে চতুর্থবার ভেটো দিল চীন।

এতে পুরো বিষয়ে নিজেদের ‘হতাশা’ ব্যক্ত করেছে দিল্লি। এমন সময় মাসুদ আজহার ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

টুইটারে তিনি বলেন, ‘দুর্বল মোদী শি জিনপিংকে ভয় পান। চীন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, উনি কোনও শব্দও করেন না।’

বৃহস্পতিবার সকালে করা টুইটে রাহুল গান্ধী আরও বলেন, ‘নোমোর(মোদির) চীন কূটনীতি হলো প্রথমত গুজরাটে শি এর সঙ্গে বেড়ানো। দ্বিতীয়তা দিল্লিতে শিকে আলিঙ্গন এবং তৃতীয়তা চীনে শিয়ের কাছে মাথা নত করা।’

জবাবে বিজেপি বলছে, দেশের পররাষ্ট্র নীতি টুইটারে ঠিক হয় না। দলের নেতা এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘চীনের আচরণের পর রাহুল গান্ধী উৎসবের মেজাজে আছেন কেন?

তাঁর বক্তব্য পাকিস্তানের কাগজে শিরোনাম হবে। জইশ প্রধানকে নিয়ে চীন নিজের পুরনো অবস্থানই বজায় রেখেছে। সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে নিজেদের বক্তব্য জানিয়েছে চীন। এরপর দিল্লি জানিয়েছে গোটা বিষয়টি হতাশাজনক।’

অন্যদিকে, বিজেপির টুইটার অ্যাকাউন্ট থেকে করা আরেক টুইটে বলা হয়, ‘রাহুলের পরিবারের পাপ ধুয়ে পরিষ্কার করতেই এখনও সরকার ব্যস্ত। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে তার গোপন অভিসারের কথা কারও অজানা নয়।’

আর পড়তে পারেন