বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে অসহায়দের ঘরে ঘরে খাবার পৌছে দিল সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি নি:স্ব ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী নিয়মিত বিতরণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার(৮ জুলাই) জেলার দেবিদ্বার উপজেলা সদরের বিভিন্ন গ্রামে অসহায় ও নি:স্ব মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে  খাদ্য সামগ্রী পৌছে দেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে.কর্ণেল মো: সাব্বির হাসান,পিএসসি । এ সময় ক্যাপ্টেন আজিজুল হাকিম প্রিন্সসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপহার প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৩ কেজি ডাল,৩ কেজি আলু, ১ কেজি চিনি,১ কেজি লবণ ও ১ লিটার ভোজ্য তেলসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়।

জেলাজুড়ে বিভিন্ন সড়কে করোনা ভাইরাস মহামারিতে মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাফসসহ নানান স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন সেনাবাহিনী।

এছাড়া জেলার সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষের কার্যালয়ে এক মতবিনিয়ম সভায় সেনাবাহিনী অংশগ্রহণ করে।

এ সময় কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের ক্যাপ্টেন আবরার ফায়িজ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, বাজার কমিটির সাধারণ সম্পাদক  উপস্থিত ছিলেন।

 

 

আর পড়তে পারেন