শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ইউপি চেয়ারম্যানের হাতে নির্যাতিত যুবকের ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কর্মহীন মানুষের জন্য ত্রান চাইতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হাতে নির্যাতনের শিকার যুবক আশেকে এলাহীর বিরুদ্ধেই উপজেলা তদন্ত কমিটি প্রভাবিত হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এ জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের জন্য জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপে উচ্চতর তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। ওই চেয়ারম্যানের নির্যাতনের শিকার হয়েই ঘটনার শেষ হয়নি চেয়ারম্যান আব্দুল হাকিম খান এখন তাকেও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। ফলে ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন আশেকে এলাহী। এমনকি তার স্বাক্ষীরাও পালিয়ে বেড়াচ্ছেন। প্রতিদিন রাতে আশেক এলাহী ও তার স্বাক্ষীদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আশেক এলাহীর বাড়ির প্রধান ফটক ভেঙ্গে ফেলা হয়েছে। তার ২২ জোড়া কবুতর বাড়ি থেকে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। তার পরিবারকে সারাদিন রাত হুমকি দেয়া হচ্ছে।

রোববার সকালে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মলনে তিনি এসব দাবি করেন।

আশেকে এলাহী বলেন, তার ব্যক্তি উদ্যোগে এলাকার কিছু হত দরিদ্রকে ত্রাণ দেন তিনি। এতে চেয়ারম্যান ক্ষেপে যান। এ ঘটনায় দেবিদ্বারের ১০ নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম খান গ্রাম পুলিশ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষে নিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ দৃশ্য ভিডিও ফুটেজ হয়ে সামাজিক যোগাযোগে ভাইরাল হয়ে যায়। সেই সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় পরে উপজেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি প্রভাবিত হয়ে উল্টো চেয়ারম্যানের পক্ষে কাজ করছে। এখন আমি আমার পক্ষে স্বাক্ষ্য দানকারিরা ভয়ে এলাকার বাইরে অবস্থান করছি। আমার বিরুদ্ধে সারাদেশে ৫০টি মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়া হচ্ছে। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপে সুষ্ঠু তদন্ত চাই।

আর পড়তে পারেন