শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৭
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
“যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগান’কে ধারন করে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলানয়তনে র‌্যালী , আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সালমা ইয়াছমিন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, উপজেলা একাডেমী সুপারভাইজার মো. মাঈনুদ্দিন, উপজেলা যুবউন্নয়ন কেডিট কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ। এদিকে ওই অনুষ্ঠানে যুব ও যুব মহিলা কে ক্ষুদ্র ব্যবসা , গাভী পালন , গাভী খামার ও মৎস চাষ এর জন্য ৪২ জনের মাঝে ১৪লক্ষ ২৭হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আর পড়তে পারেন