বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মচারী সমিতির মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৮
news-image

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
বেতন বৈষম্যের অবসান, টেকনিক্যাল স্কেল প্রদান, টার্গেট প্রথার বিলোপ, শিক্ষাগতা যোগ্যতা উন্নিতকরণ- নিয়োগবিধি বাস্তবায়ন ও হালনাগাদ করণ এবং স্বাস্থ্য বিভাগীয় কাজ থেকে বিরত রেখে মাঠ কর্মচারীদের অতিরিক্ত ডিউটির নির্যাতন থেকে মুক্ত রাখা সহ উন্নয়ন রাজস্বের অমানবিক সমস্যা নিরসনের দাবীতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি’র দেবিদ্বার শাখা মানব বন্ধন প্রতিবাদ সভা করেছে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে।

এদিকে মানব বন্ধন চলাকালে পরিবার পরিকল্পনা বিভাগের এ,পি,আই আক্তারুজ্জামান’র সভাপতিত্বে এবং এফ.ডব্লিও,এ নিলিমা শারমিন’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,- এফ,পি,আই মোঃ মমিন খান, ভানী প্রবাসী, মর্জিনা বেগম, হোসনেয়ারা বেগম প্রমূখ।

উপস্থিত বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজ নানা বৈষম্যের শিকার। বেতন বৈষম্য, টেকনিক্যাল স্কেল বঞ্চিত, টার্গেট প্রথার অসহনীয় যন্ত্রনা, পরিবার পরিকল্পনা বিভাগের দায়িত্ব পালনের পরও উর্ধতন কর্মকর্তার নির্দেশে অনিচ্ছা স্বত্বেও চাকরি রক্ষায় বাধ্য হয়ে স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এছাড়াও উন্নয়ন রাজস্বের অমানবিক সমস্যা, শিক্ষাগতা যোগ্যতার ভিত্তিতে উন্নিতকরণ- নিয়োগবিধি বাস্তবায়ন ও হালনাগাত করণ সহ নানা সমস্যা নিয়ে সরকারের দৃষ্টিগোচর করেও ন্যায্য অধিকার প্রাপ্তির ফলাফলের আলোক মুখ দেখিনাই, বাধ্য হয়ে দাবী আদায়ে আদালতের সরনাপন্ন হয়েছি। এখন আবারো সরকারকে আদালতের রায় দ্রুত বাস্তবায়নে আন্দোলন করতে হচ্ছে। অনতিবিলম্বে দাবী আদায় না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

আর পড়তে পারেন