শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ‘বাকশিস’ উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০১৭
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ
‘শিক্ষায় জাতির মেরুদন্ড’ শিক্ষক শিক্ষার মেরুদন্ড’ এই শ্লোগানকে ধারন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)’কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখার বার্ষিক সম্মেলন ২০১৭ সোমবার বিকেলে উপজেলা এবিএম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এবিএম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রী কলেজ’র প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাকশিস সভাপতি ও কুমিল্লা অজিতগুহ কলেজ’র অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার(ফটিক)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাকশিস’র সাধারন সম্পাদক ও সোনার বাংলা কলেজে’র অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ’র অধ্যক্ষ আবদুল্লাহ মাসুদ পাখী, কুমিল্লা জেলা বাকশিস’র সহ -সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামীম হায়দার, দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন সরকার, দুয়ারিয়া এজি মডেল একাডেমি কলেজ’র অধ্যক্ষ আবু সেলিম ভূইয়া। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- এলাহাবাদ কলেজ’র অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ’র সহকারি অধ্যাপক বিমল কুমার দত্ত, দুয়ারিয়া এজি মডেল একাডেমি কলেজ’র বাংলা প্রভাষক মোঃ মাহমুদুল হাসান এবং সঞ্চালনা করেন এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র প্রভাষক মোঃ ফোরকান আহাম্মদ প্রমূখ।
উপস্থিত বক্তারা বলেন আগামী দিনে শিক্ষকদের ‘জাতীয়করন’ করার দাবীতে আন্দোলনে যে সকল কর্মসূচী আসবে তা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এদিকে প্রস্তাবিত ভাবে এবিএম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রী কলেজ’র অধ্যাপক মোঃ আব্দুল খালেক সভাপতি ও দুয়ারিয়া এজি মডেল একাডেমি কলেজ’র অধ্যক্ষ আবু সেলিম ভূইয়া কে সাধারন সম্পাদক ঘোষনা করেন।

আর পড়তে পারেন