রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৬, ২০২৩
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বুধবার রাত ১১টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার বাকরনগর ইউনিয়নের গফুরনগর গ্রামের গিয়াসউদ্দিন আহমেদের স্ত্রী নাসিমা আক্তার খুকি (৩৫) এবং তাদের মেয়ে নুসরাত (১২)। একই উপজেলার গকুলনগর এলাকার জয়দল হোসেনের ছেলে সিএনজি চালক মো: দেলোয়ার হোসেন (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কুমিল্লাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়। দূর্ঘটনার বিষয়ে জানতে পেরে দেবিদ্বার থানা পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজিটি উদ্ধার করে এবং সিএনজির ভিতর থেকে চালক দেলোয়ার ও নাসিমার মরদেহ উদ্ধার করে। নাসিমার সাথে থাকা তার ১২ বছরে মেয়ে নুসরাতকে ঘন্টাখানেক পর কাভার্ড ভ্যানের নিচে পানির নিচে থেকে উদ্ধার করা হয়।

এই বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনা শুনার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিএনজি ও মরদেহ উদ্ধার করি। কাভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে উদ্ধারের কাজ চলছে।

আর পড়তে পারেন