বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি এনামুল হককে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নোয়াবগঞ্জ গ্রামের এনামুল হকের বসত ঘরে পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার হওয়া এনামুল হক উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নোয়াবগঞ্জ গ্রামের আবদুস সালাম হুজুরের ছেলে।

থানা পুলিশ সূত্র জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমানের তত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) সরকার আবদুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আসাদুল ইসলামের নেতৃত্বে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হকের বসতঘরে অভিযান পরিচালনা করে মাদকসহ এনামুল হককে গ্রেফতার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, বি-পাড়া বর্ডার এলাকা থেকে পায়ে হাঁটা পথে বিলের মধ্য দিয়ে এই মাদকদ্রব্য এনে এনামুলের বাড়িতে সংরক্ষন করা হয়েছিল এবং এখান থেকে পিকআপে বা ছোট ছোট ট্রাভেল ব্যাগে ঢাকায় পাচার হওয়ার কথা বলে ধৃত এনামুল হক পুলিশকে জানায়। ধৃত এনামুলের এর আগে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৫ দিনের কারাদন্ড হয়েছিল এবং মাদক পাচারে সম্পৃক্ত মূলহোতাসহ এনামুলের সহযোগীদের আইনের আওতায় আনা হবে ।

আর পড়তে পারেন