শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পৌর নির্বাচনে ককটেল বিস্ফোরণের মামলায় বরুড়া যুবদলের ৩ নেতা কর্মী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়ায় ৩০ অক্টোবর সোমবার দিবাগত রাতে ২০১৫ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণের মিথ্যা মামলায় যুবদলের ৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। আটকৃতরা হলেন, পৌর এলাকার যুবদল নেতা জহির (৩২), শাহাদাৎ (৩০) রুবেল(২২)। পুলিশ মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরন করে। এ মামলায় এ পর্যন্ত পুলিশ ১১জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। জানা যায়, ২০১৫ সালে বুধবার, ২৯ ডিসেম্বর বরুড়ায় পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র বাহাদুজ্জামান সীমানা প্রাচীরে রাত ৩টার দিকে কে বা কারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় ৯টি ওয়ার্ডের বিএনপির ১২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে বরুড়া থানায় মেয়র প্রার্থী বাহাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন।
এ বিষয়ে পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন সময়ে আমাদের কোনো নেতাকর্মী ককটেল বিস্ফোরণ ঘটায়নি। তখন নির্বাচনকে বানচাল করতে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হয়েছিলো।

আর পড়তে পারেন