শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের সব বিদ্যালয় ডিজিটাল করা হবে: প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০১৬

hanina_newsshomoy
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশের সব বিদ্যালয় ডিজিটাল করা হবে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বই উৎসব, উপবৃত্তি, ঝরে পড়ার হার কমানোসহ শিক্ষা নীতিমালা সবই আওয়ামী লীগ সরকারের অর্জন। শিক্ষাকে আরো যুগোপযোগী এবং শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি জানান, নিরক্ষর মুক্ত দেশ গড়তে সরকার বদ্ধপরিকর। স্ব-উদ্যোগে নিজ নিজ এলাকা ও শিক্ষার উন্নোয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর পড়তে পারেন