শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চিকিৎসা ফলোআপের জন্য দীর্ঘ এক মাস বিদেশ সফর শেষে ৩ আগস্ট দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের বাজেট পাসের পরদিন ১ জুলাই তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে গিয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মোতাবেক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন। এর পর তিনি চিকিৎসা পরামর্শ নেন। এ জন্য কয়েক দিন বেশি থাকতে হয়েছে জানিয়েছে মন্ত্রীর দফতর।

এদিকে ঈদুল আজহার ছুটি শেষে ৩ আগস্ট থেকে সরকারি-বেসরকারি অফিস খুলেছে। এ জন্য দেশে ফিরে সোমবার থেকেই তিনি নিয়মিত দাফতরিক কাজকর্ম শুরু করেছেন বলে জানিয়েছে তার দফতর। এর আগে গত ২৬ জুলাই অর্থমন্ত্রীর দফতর থেকে জানানো হয় বিদেশে থাকলেও অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন। গত ৩০ জুন জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এরও বেশ আগে ফলোআপ চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অর্থমন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ছিল। একদিকে করোনা পরিস্থিতির অবনতি, অন্যদিকে ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি, সংসদে উপস্থাপন ও সংসদে পাস করার কাজে ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।

যার ফলে বাজেট পাসের পর তিনি চিকিৎসার জন্য লন্ডন যান এবং চিকিৎসার ফলোআপ পরামর্শ গ্রহণ শেষে ৩ আগস্ট দেশে ফিরেছেন।

আর পড়তে পারেন