শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন বছরের প্রথম দিনে হোমনায় স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২০
news-image

মোঃ আতিক, হোমনা ঃ

কুমিল্লার হোমনা উপজেলায় ২০২০ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তাপ্তি চাকমা।

বুধবার সকালে হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ বই উৎসবের উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া,পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, হোমনা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু চন্দন লাল রায়, পৌর কমিশনার শাহনুর আহাম্মদ সুমন, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আব্দুস সালাম ভুইয়া, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার,হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আইয়ুব আলী, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, হোমনা মডেল সরকারী প্রাথমিক কিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মো.কামাল উদ্দিন সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কুমিল্লার হোমনা উপজেলায় ১৭ মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি ইবতেদায়ী মাদ্রাসা ও ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আর পড়তে পারেন