শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে গাছ উৎসব ২০১৭ পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” -এই শ্লোগানকে সামনের রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার সন্ধ্যায় পৌর এলাকার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নীড নবীনগর গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে “গাছ উৎসব- ২০১৭” পালন করা হয়েছে। গাছ উৎসব- ২০১৭ উদ্বোধন করেন ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ।
নীড নবীনগর গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জসিম উদ্দিন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. কাজী মোর্শেদ কামাল বলেন, গাছ হলো আমাদের মূলবান সম্পদ, তাই আমাদের সকলেরই উচিত প্রত্যেকের আঙিনায় গাছ লাগানো এতে করে যেমন সুন্দর হবে আমাদের চারপাশ তেমনি বিভিন্ন প্রাকৃতিক দূযোর্গ থেকেও রক্ষা করবে এই গাছ। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সায়েমুল হুদা, ডাঃ ইকবাল হোসেন মৃধা, মোঃ মলাই মিয়া প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথি নীড নবীনগর গ্রাম উন্নয়ন সংস্থার স্বর্ণ কিশোর-কিশোরী সহ উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আর পড়তে পারেন