শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মে ৭, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বড়িকান্দি ইউনিয়নে রবিবার রাতে অভিযান চালিয়ে ১৭২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মৃত আসাদ উল্লাহ’র ছেলে মাদক স¤্রাট খ্যাত মো.আতিকুর রহমান আতিক (৩০) ও একই গ্রামের মো.স্বপন মিয়ার ছেলে মো.সাদেক (২২) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। এর আগেও আতিককে পুলিশ মাদক সংক্রান্ত বিষয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। কিন্তু জেল যেন আতিকের কাছে মামা বাড়ির মুয়া শুধু যাওয়া আর আসা।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি কালে আতিকুর রহমান ও তার সহযোগি সাদেকে ১৭২ পিস ইয়াবাসহ গ্রেফতার করি। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, আসামীদের বিরূদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আর পড়তে পারেন