শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে দূর্নীতিমুক্ত ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৮
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নে চুওরিয়া গ্রামে ‘চুওরিয়া মুুন্সী রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ও শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠে।

 

প্রধান শিক্ষক মহিউদ্দিন খান মানিক ও সভাপতি এনামূলক হক মুন্সী বিদ্যালয়ে অনিয়ম, নিয়োগ বানিজ্য, পরীক্ষার অতিরিক্ত ফি আদায়, স্কুলে সম্পত্তি নিজ নাম রের্কড, অর্থের বিনিময়ে অকৃতকার্য ছাত্র/ছাত্রীদের কৃতকার্য করা, নিজের ইচ্ছে মাফিক স্কুল পরিচালনা, ভূয়া বিল ভাউচারের মাধ্যমে স্কুলের অর্থ লোপাট, শিক্ষকদের ভবিষ্যৎ তহবিলে টাকা আর্তসাৎসহ বিভিন্ন দুর্নীতি,অনিয়ম করেন।

 

শুক্রবার বিকেলে চুওরিয়া গ্রামে দশমৌজা বাজারস্থ চারগ্রাম ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তরা এ অভিযোগ করেন।

 

তারা বলেন, এসব দুর্নীতির কারনে স্কুলের লেখা পড়ার ধস নেমে গেছে গত জে,এস,সি পরীক্ষায় ১২৮জন অংশগ্রহনের মধ্যে মাত্র ২১ জন পাস করেছে। এ সব দূর্নীতির বিষয় নিয়ে ইতিপূর্বে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশন, ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন কমিটির সদস্যরা।
সাতমোড়া ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা এতে সভাপতিত্ব করেন।

 

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন আহম্মদ। বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের বিদুৎসাহী সদস্য এ. হালিম বাশার,সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, কাবিল মাষ্টার, ম্যানেজিং কমিটির সদস্য ফুল মিয়া মেম্বার, আবুল হোসেন, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমূখ।

 

এ বিষয়ে প্রধান শিক্ষক ও সভাপতি তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ভিত্তিহীন দাবী করে বলেন, স্কুল কমিটিতে দুটি পক্ষ রয়েছে,তার জন্য একপক্ষের বিরুদ্ধে আরেক পক্ষ এসব অভিযোগ দিচ্ছে, তদন্ত চলছে, সত্য মিথ্যা প্রকাশ হবে।

আর পড়তে পারেন