বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙলকোটের আটটি স্থানে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৯
news-image

 

মাছুম কামালঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সারাদেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ বছর উপজেলার ৮টি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। উপজেলার অধিকাংশ মন্দিরে শেষ হয়েছে প্রতিমা তৈরীর কাজ। একইসাথে মন্দিরের সাজসজ্জা, ধোয়া-মোছা, তোরণ ও প্যান্ডেল নির্মানের কাজ চলছে।

এই উপলক্ষে প্রশাসন সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে সকল প্রস্ততি গ্রহণ করেছেন। এ বছর নাঙলকোটের যে সব স্থানে পূজা অনুষ্ঠিত হবে সে গুলো হলো- বোড়রা পূজা মন্ডপ, বাঙ্গড্ডা পূজা মন্ডপ, গোমকট পূজা মন্ডপ, মেরকট পূজা মন্ডপ, মক্রবপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, হেসাখাল সার্বজনীন শ্রী শ্রী মুক্তকেশী কালি মন্দির, চান্দেরবাগ পূজা মন্ডপ, বেলঘর গোঁসাই বাড়ী পুজা মন্ডপ।

নাঙ্গলকোট থানা পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম বলেন, ‘পূজা চলাকালে সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কমিটির লোকজনের সাথে সভা করে তাদের মতামতের ভিত্তিতে প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল অরিন জানান, ‘শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।’

আর পড়তে পারেন