শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে আসামী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৪, ২০১৯
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা গ্রামে ওয়ারেন্টভূক্ত আসামী ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

আহত এএসআই আব্দুর রহিম,পুলিশ সদস্য মানিক, জাহিদ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের গুলিতে আহতরা হলেন,মফিজুর রহমানের ছেলে ফারুক হোসেন (২০) ও কবির হোসেনের ছেলে ৫ম শ্রেণির ছাত্র রাকিব(১২)। আহতরা বর্তমানে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

পুলিশ আরো জানায়,আসামি সোহাগের বিরুদ্ধে তিনটি মাদক,পুলিশের উপর হামলা, চুরিসহ ৭ টি মামলা রয়েছে।

এ বিষয় নাঙ্গলকোট থানার ওসি মোঃ মামুন অর রশিদ পিপিএম জানান, ওয়ারেন্টের আসামী মফিজুর রহমানের ছেলে সোহাগকে (২৮) আটক করে নিয়ে আসার সময় স্থানীয়দের সাথে পুলিশের টানা হেঁচড়া হয়। এসময় লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে, লোকজন পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশের বন্দুক নেওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যের শটগান থেকে গুলি বের হলে এতে দুইজন আহত হয়। পুলিশের এক অফিসার ও দুই সদস্য আহত হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

তবে স্থানীয় সূত্র জানায়, পুলিশের বন্ধুক কেড়ে নেওয়ার কেউ চেষ্টা করেনি। তারা এলোপাথাড়ি গুলি ছুড়েছে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়েছে ।

আর পড়তে পারেন