শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

যে বয়সটা শুধুই খেলাধুলার এবং মনের আনন্দে ঘুরে বেড়ানোর, সে বয়সে হাতে মেহেদী দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বৌ সেজে বসে আছে মাত্র ১৪ বছর বয়সে। একেবারেই বাচ্চা একটা মেয়ে। এই বয়সে বিয়ে মানে নিশ্চিত মৃত্যু। তাই খবর পেয়েই পুলিশ নিয়ে ছুটে খবর পেয়ে ছুটে যান নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল। গিয়ে জন্ম নিবন্ধন দেখে বয়সের সত্যতা মিলল।বিয়ে ভাঙ্গার কথা বলতেই কন্যার দাদার চোখ থেকে ঝরছিল অঝোর ধারায় অশ্রু। তার কান্না হৃদয় সিক্ত করলেও দায়িত্ব এর খাতিরে শক্ত অবস্থান নেয়াটাই ছিল একমাত্র উপায়।

অবশেষে সমাজের গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে প্রায় এক ঘন্টা বোঝানোর পর কন্যার মা এর মুচলেকা গ্রহণের মাধ্যমে বন্ধ করা হয় একটি বাল্য বিয়ে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামিয়া সাইফুল বলেন- যে কোন অন্যায়, অবিচার এর বিরুদ্ধে প্রশাসন এ ধারা অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন