শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে প্রবাসীর মরদেহের দাফন নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১, ২০১৭
news-image

 

এইচ এম মহিউদ্দিনঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় প্রবাসী রিপনের মরদেহ দাফন ও বিদেশী সাহায্য নিয়ে সংঘর্ষে ৫  জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কনকৈজ গ্রামে প্রবাসী রিপনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানান, বাহরাইন থেকে অলি উল্লাহ তার ভগ্নিপতি রিপনের লাশ নিয়ে নাঙ্গলকোটে রিপনের বাড়িতে আসলে নিহত রিপনের ভাইয়েরা রিপনের লাশের সাথে ওই দেশ থেকে টাকা দিয়েছে দাবী করলে অলি উল্লাহ তাদেরকে জানায় রিপন অবৈধ ছিলো তাই উল্টো টাকা খরচ করে তার লাশ দেশে নিয়ে আসা হয়েছে। লাশের সাথে কোন টাকা না পেয়ে লাশ দাফন করতে দিবেনা এবং টাকা না থাকলে লাশের কি দরকার একথা বলে অলি উল্লাহর উপর হামলা করে। হামলার সময় তাকে বাঁচাতে গিয়ে রিপনের ভাইদের হামলায় অলি উল্লাহসহ অন্তত ৫ জন আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

অলি উল্লাহ উপজেলার শ্যামিরখিল গ্রামের মন্তু মিয়ার ছেলে। পুলিশের উপস্থিতিতে রিপনের লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বাহরাইন প্রবাসি মোঃ রিপন কর্মরত অবস্থায় তিনতলা বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলো। তাকে মুমূর্ষু অবস্থায় সালমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিপন নাঙ্গলকোটের কনকৈজ গ্রামের মো: হেদায়েত উল্লাহর পুত্র।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ূব জানান, মৃতদেহের সাথে কেন পাসপোর্ট পাওয়া যায়নি সে বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। কিন্তু কেউ আহত হয়েছে এমন খবর পাইনি।

আর পড়তে পারেন