শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলায় মানবপাচার চক্রের একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানবপাচার চক্রের এক পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতার হওয়া মো: আলমগীর হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দুয়ারা গ্রামের মৃত. মোহাম্মদ হোসেনের ছেলে।

গত ২৩ এপ্রিল  ভোর সাড়ে ৬ টার সময় মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্রামের মোঃ মঈন উদ্দিনের  মেয়ে মোসাঃ মারজানা আক্তার মিলি (১২) ও মোঃ শাহ আলমের মেয়ে মোসাঃ সুইটি আক্তার (১১) নিখোঁজ হয়। পরবর্তীতে নিখোঁজ মেয়েদের অভিভাবকেরা মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। মনোহরগঞ্জ থানার একটি চৌকস দল অনুসন্ধান শুরু করে জানতে পারে যে, গত ২৪ এপ্রিল মনোহরগঞ্জ এর লক্ষনপুর সিএনজি স্ট্যান্ড হতে এক ব্যক্তি নিখোঁজ মেয়েদের অন্যত্র নিয়ে গেছে। থানা পুলিশের দলটি  মো: আলমগীর হোসেন নামের সে ব্যক্তিকে আটক করে।

পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আলমগীর জানায় যে, পাচারের উদ্দেশ্যে  মারজানা আক্তার মিলি  ও সুইটি আক্তারকে  নারায়নগঞ্জ নিয়ে গেছে। পরবর্তীতে মনোহরগঞ্জ থানা পুলিশ নারায়নগঞ্জ জেলার শিমরাইল এলাকা হতে ভিকটিম মোসাঃ মারজানা আক্তার মিলি  ও মোসাঃ সুইটি আক্তারকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী একজন সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।

এ ঘটনায় মনোহরগঞ্জ থানায়  মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন