শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডে ছেলেকে সমাহিত করে মাও পরপারে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ২৩, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্ট :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ জঙ্গির এলোপাতাড়ি গুলিতে ৫০নিহত হয়। মর্মান্তিক এই হামলায় নিহত ছেলেকে হারিয়ে তাকে দাফন করতে নিউজিল্যান্ডে গিয়েছিলেন এক মা। কিন্তু শনিবার সেখানে এসে তিনিও মারা গেছেন।

তবে নিহত ওই নারীর নাম এখনো জানা যায়নি। এ নিয়ে চলতি সপ্তাহে নিহতদের দুই স্বজনের মৃত্যু হয়েছে।

উত্তর নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের ইমাম হাফিজ জুনায়েদ বলেন, এই মর্মান্তিক ঘটনার পর এক নিহত ব্যক্তির মা জর্ডান থেকে এখানে এসেছিলেন। সন্তানহারা ওই মা খুবই উদভ্রান্ত হয়ে পড়েছিলেন।

জুনায়েদ বলেন, গত রাতে ঘুমাতে যাওয়ার পর তিনি আর ওঠেননি। ঘুম থেকে চিরঘুমে চলে গেছেন ওই মা।

পুলিশের এক মুখপাত্র বলেন, চিকিৎসাধীন অবস্থায় নিহত এক ব্যক্তির স্বজন মারা গেছেন। এছাড়াও আরও এক মা মারা গেছেন।

ক্রাইস্টচার্চের হামলায় বেশ কয়েকজন লোক আহত হয়েছেন। যাদের অবস্থা গুরুতর। হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ আনা হয়েছে।

আর পড়তে পারেন