শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের ৫দিন পর নাঙ্গলকোটের মোস্তফার লাশ মিললো লক্ষীপুরে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা থেকে বাড়ী ফেরার পথে নিখোঁজের ৫দিন পর  নাঙ্গলকোটের   মোস্তফার লাশ মিললো লক্ষীপুর বাস টার্মিনাল সংলগ্ন পুুকুরে।

২৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় ঢাকার সুত্রাপুর থানার অন্তর্গত ইসলামপুরের কর্মস্থল থেকে কুমিল্লার নাংগলকোট পৌরসদরের দাউদপুর গ্রামের বাড়ীতে ফেরার পথে নিখোঁজ হওয়ার ৫ দিন পর তার লাশ মিললো লক্ষীপুর জেলা সদরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি পুুকুরে।  সোমবার সকালের দিকে মোস্তফা কামালের মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ধারনা গত ৪-৫ দিন পূর্বে তাকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। এ দিকে স্থানীয়রা জানান, বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এসময় জেলেদের জালে মরদেহটি আটকে যায়, কোন বস্তা মনে করে এক জেলে টান দিলে মরদেহটি ভেসে উঠে। জেলেরা মরদেহটি দেখে চিৎকার দিলে ঘটনাস্থলে আশেপাশের লোকজন ভিড় জমায়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

লক্ষীপুর সদর থানার এসআই ওমর ফারুক জানান, প্রথমিক ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড, তবে উপযুক্ত প্রমাণ হাতে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন