শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরীহ মানুষ হত্যাকারীরা ধর্মান্ধ : প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৪, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট  : নিরীহ মানুষকে যারা হত্যা করছে সেসব মানুষরা ধর্মান্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

২০১০ সাল থেকে বিজ্ঞানমনস্ক জাতি, বিজ্ঞান সংক্রান্ত গবেষণা উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই ফেলোশিপ দেয়া শুরু করে সরকার। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক সৃষ্টিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, গবেষণা ছাড়া উদ্ভাবন সম্ভব না, আর উদ্ভাবন না হলে দেশ সামনে এগোতে পারবে না। তাই গবেষণা ক্ষেত্রকে উন্নত করতে সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

এসময় জনপ্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরীহ মানুষ হত্যাকারীরা ধর্মান্ধ। এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।

আর পড়তে পারেন