রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনী তফসিলের পক্ষে মেজর মোহাম্মদ আলীসহ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৫, ২০২৩
news-image

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীসহ দেশের বিশিষ্ট ৩৮৫ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন।

শুক্রবার বিকালে দেশের ৩৮৫ জন বিশিষ্ট নাগরিকসহ দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী ১৪১জন নাগরিকের বিবৃতির প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেন।

এ সংক্রান্ত একটি চিটি এ প্রতিবেদকের কাছে এসেছে।

বিবৃতি প্রদানে দেশের উল্লেখযোগ্য নাগরিকদের মধ্যে ছিলেন সাবেক আমলা,বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সামরিক বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি, আধাসরকারি ও সায়ত্তশাসিত দপ্তরের কর্মকর্তারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও উল্লেখ, পুনঃতফশিলের দাবিতে সকল দলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে একটি বিবৃতি প্রদান করেছিল দেশের আরেক ১৪১ সদস্য বিশিষ্ট নাগরিক।

আর পড়তে পারেন