শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নাঙ্গলকোটে ডাকাতের হামলায় নারীসহ আহত ৭

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৮
news-image

 

নিজস্ব প্রতিবেদক, আজকের কুমিল্লাঃ
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউপির চৌকুড়ি গ্রামে মঙ্গলবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় চার নারীসহ সাত জন গুরুতর আহত হন।

বুধবার কুমিল্লার অ্যাডিশনাল এসপি আবদুল্লাহ আল মামুন, এএসপি (চৌদ্দগ্রাম সার্কেল) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা হলেন- কাজী অহিদুর রহমানের স্ত্রী জাকিয়া বেগম, ছেলে আবুল হাশেম, আবুল কাশেম, নূরুন নবী, মেয়ে লিজা আক্তার, পুত্রবধূ মাহফুজা বেগম ও আকলিমা বেগম। এদের মধ্যে আবুল হাশেমের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, চৌকুড়ির অহিদুরের বাড়িতে ২০-২৫ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের প্রতিটি কক্ষে গিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরাতে রাখা মালামাল লুট করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ডাকাতরা।

আহত আকলিমা আক্তার জানান, ডাকাতরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতাড়ি পিটিয়ে মালামাল লুট করে। প্রায় ১৫ লাখ টাকার মাল লুটে নেয় তারা।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন