শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কচুয়ার ছোট ভবানীপুর খাজরিয়া নতুন রাস্তাটি সংস্কার করার ২০ দিনের মধ্যেই গর্তের সৃষ্টি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২১, ২০১৮
news-image

জাহাঙ্গীর আলম হৃদয় / আবদুল হান্নান রিপন:
চাঁদপুর কচুয়া উপজেলার ছোট ভবানীপুর – খাজরিয়া ম্যাজিস্ট্রেট বাড়ি সড়কটি দীর্ঘ দিন অবহেলিত থাকার পরে গত ২০/ ২৫ দিন আগে এই সড়কটির সংস্কার করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়েই কচুয়া উপজেলার খাজরিয়া – ছোট ভবানীপুরের হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী, ছোট, বড় যানবাহন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন বলে স্থানীয় মো: ফরিদ হোসেন, ইসমাইল, রিপন, ছায়েম জানিয়েছেন। তারা আরও বলেন এই সড়কটিকে ম্যাজিস্ট্রেট বাড়ি সড়ক বললেও মানুষ চেনেন । কারন এই এলাকাতে বাড়ি রয়েছেন বর্তমান শিক্ষা সচিব মোহাম্মদ নেছার আহমেদ, জিনাইদহের দায়িত্বপ্রাপ্ত এ, ডি, সি মো: খলিলুর রহমানসহ আরও অনেকেই। অনেক নামি দামি লোকের পৈত্রিক বাড়ি এই এলাকাতে হলেও সেই ভাবে উন্নয়ন হয়নি। দ্রুত সময়ে রাস্তার মাঝখানের গর্ত ভরাট না করলে দিনে বা রাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার সাধারন মানুষ আশা করছেন দ্রুত এই রাস্তাটির সমস্যার সমাধান করতে কর্তৃপক্ষ এগিয়ে আসবেন।

আর পড়তে পারেন